শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার ঘরের বসে আনারসের আচার তৈরির করুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০২০

লাইফস্টাইল ডেস্কঃ

আচার খাবারের রুচি বাড়ায়। সাধারণত আম, তেঁতুল ও আমড়া এসব আচার খাওয়া হয়ে থাকে। কখনও খেয়েছেন কি মুখরোচক আনারসের আচার।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন আনারসের আচার-

উপকরণ

একটি আনারস, চিনি, লবণ, ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, গুঁড়া মরিচ
শুকনা মরিচ তিনটি ও তেঁতুল তিনটি।

যেভাবে তৈরি করবেন

প্রথমেই আনারসটা ধুয়ে ছিলে মাঝের শক্ত অংশ ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিন। এবারে ড্রাই মসলাগুলো টেলে নিয়ে ঠাণ্ডা হওয়া অব্দি অপেক্ষা করুন। ঠাণ্ডা হয়ে এলে আধা ভাঙা গুঁড়া করে নিন।

এবার মূল আচার তৈরির পালা। একটি কুকিং ডিশে দুই টে. চামচ সরিষার তেল হালকা গরম করে তাতে কেটে রাখা আনারসগুলো দিয়ে দিন। এখন এই আনারস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আনারস থেকে পানি ছাড়তে শুরু করলে ৩ টে. চামচ চিনি দিন। চিনি গলে আরও কিছুটা পানি হবে। এবার ঢেকে দিলে আনারস সিদ্ধ হয়ে যাবে।

পানি একটু শুকিয়ে আসলে ঢাকনা তুলে একটু নেড়ে আনারসগুলো ওলোটপালট করে দিতে হবে। এরপর দিয়ে দিন স্বাদ মতো লবণ ও আধা চা চামচ গুড়া মরিচ। একখানা আনারসের জন্য এই পরিমাণ মরিচই যথেষ্ট তবে টেস্ট অনুযায়ী ঝালটা কম-বেশি দেয়া যায়।

এবার এতে একে পাঁচফোরণ গুড়া, তেতুলের পাল্প, শুকনো মরিচ তিনটি এবং জিরা-ধনিয়ার গুঁড়া দিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে দিন।

চুলার আঁচটা এ পর্যায়ে কমিয়ে রাখুন। আচারের গ্রেভিটা ঘন হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিন কিছু কালোজিরা। আচারটা একদম মাখোমাখো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন।

ঠাণ্ডা করে ফুডগ্রেড পাত্রে রেখে খেতে পারবেন দীর্ঘদিন। যেহেতু এটা তেলে ভাসা আচার না তাই ফ্রিজেই রাখতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি