শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাইডেনকে হোয়াইট হাউস দাবি না করার হুমকি দিলেন ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে প্রেসিডেন্সির দাবি করা থেকে বিরত থাকতে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় তিনি বলেন, জো বাইডেন ভুলভাবে প্রেসিডেন্টের অফিস দাবি করা উচিত নয়। আমিও দাবি করতে পারি। এমনটা চললে আইনি পদক্ষেপ এখনই শুরু করতে বাধ্য হব।’

নির্বাচনের চারদিন পরও এখনো যুক্তরাষ্ট্রে ভোট গণনা চলছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে আরিজোনা, পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা এবং নাভাদার দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। জর্জিয়া ও পেনসেলভেনিয়ায় ট্রাম্পকে পেছনে ফেলে বাইডেন এগিয়ে রয়েছেন।

টুইটে ট্রাম্প বলেন, ‘নির্বাচনের রাত পর্যন্ত সব রাজ্যে ভোটে আমি এগিয়ে ছিলাম, দিন বাড়ার সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে নেতৃত্বগুলি অদৃশ্য হয়ে যায়। আমাদের আইনি কার্যক্রম এগিয়ে যাওয়ার সাথে সাথে সম্ভবত এই নেতৃত্বগুলি আবারও ফিরে আসবে।’

ভোট গণনার শুরুর দিকে ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে এগিয়ে থাকায় নিজকে বিজয়ী ঘোষণা করে বসেন ট্রাম্প। পরে বাইডেন এগিয়ে গেলে একের পর এক টুইটে নির্বাচনে জালিয়াতি ও কারচুরি অভিযোগ এনে ভোট গণনা বন্ধের দাবী জানান। কয়েকটি রাজ্যের বিরুদ্ধে আদালতে মামলা করে ট্রাম্পের প্রচারণা শিবির। তবে মার্কিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ট্রাম্পের তোলা অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান নেতারা।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককলিন টুেেইট বলেন, ‘প্রতিটি বৈধ ভোটই গণনা করা উচিত। পেনসেলভেনিয়ার রিপবলিকান সিনেটর প্যাট টমি ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানান। এছাড়া রিপাবলিকান গর্ভনর ক্রিস ক্রিস্তি, অ্যাডাম কিলিঞ্জার ও সাবেক সিনেটর জেফ ফ্লেক ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি