শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্ষমতা হস্তান্তর নিয়ে ট্রাম্পের টালবাহানায় বিব্রত বাইডেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১১.২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

ট্রাম্প ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা করায় বিব্রত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কোন কিছু করেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ার করেছেন বাইডেন। মঙ্গলবার ডেলওয়ার অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিকে, ক্ষমতা হস্তান্তরে বিলম্ব হলে ফেডারেল সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছে বাইডেন শিবির। নিয়ম অনুযায়ী, ২০শে জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেয়ার কথা থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হার মেনে না নেয়ায় সেই প্রক্রিয়া শুরু হয়নি।

অন্যদিকে, নির্বাচন হার না মানতে ট্রাম্পকে এবার জোরালো সমর্থন জানিয়েছেন রিপাবলিকানরা। সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা বলছেন, নির্বাচনে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার শতভাগ অধিকার আছে ট্রাম্পের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি