বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অবশেষে শীত এলো শহরে, ভিড় বেড়েছে ফুটপাতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

জলবায়ুর পরিবর্তনজনিত কারণে আবহাওয়ার তারতম্যে এবার দেশে শীতের দেখা মিলছে কিছুটা দেরিতেই। কার্তিক পেরিয়ে গেলেও শহরে কুয়াশার দেখা মিলেনি। অগ্রহায়ণের প্রথম সপ্তাহ পার হতে চলেছে তবু শহুরে মানুষের মধ্যে শীতের অনুভূতি সামান্যই।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শুক্রবার থেকে আকাশ মেঘলা রয়েছে। দেশের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। এটি আগামীকাল রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এর পরই মেঘ কেটে গিয়ে দেখা মিলবে সূর্যের হাসির। আগামী সোমবার থেকে সকালের সোনারোদে অনুভূত হবে শীতের আমেজ।
ফুটপাতের দিকে তাকালেই দেখা মিলে রঙ-বেরঙের বাহারি শীতের পোশাকের।

এর আগে আজ শনিবার গ্রামের পাশাপাশি শহরেও কুয়াশার দেখা মিলছে। যদিও গ্রামের প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয়েছে কিছুটা আগেই। এবার শীত আসছে শহরেও। তাই শীত মোকাবিলায় মানুষের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ফুটপাতের দিকে তাকালেই দেখা মিলে রঙ-বেরঙের বাহারি শীতের পোশাকের। আর এসব দোকান ঘিরে এখন সারাক্ষণ ভিড় করে আছে শহুরে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তের একটা অংশ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এই শীতকে কেন্দ্র করেই কিছুটা ব্যস্ততা তৈরি হয়েছে দোকানিদের। দোকান ও ফুটপাতে শুরু হয়ে গেছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা। বিক্রেতারা জানালেন, হালকা ও মাঝারি ধরনের গরম পোশাক বেশি বিক্রি হচ্ছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি