শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনা আক্রান্তদের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে। একইসঙ্গে সংক্রমণ গুরুতর না হলেও চোখ নানা ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্প্রতি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসকরা এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

তাদের মতে, কোভিড১৯ এ আক্রান্ত ব্যক্তিরা মারাত্মক অসুস্থ না হলেও তাদের চোখে ছত্রাকের সংক্রমণ ঘটতে পারে। এতে দৃষ্টিশক্তিও নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। তাই আক্রান্ত হলেই সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সম্প্রতি ওই হাসপাতালের ভর্তি ১২ জন কোভিড আক্রান্তর রোগীর চোখে ছত্রাক সংক্রমণের প্রমাণ পেয়েছে তারা। এই সঙ্গে তাদের মধ্যে কয়েকজনের চোয়ালের হাড়ও ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পায় চিকিৎসক দল।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্যার গঙ্গারাম হাসপাতালের চক্ষু বিভাগে গত ২ সপ্তাহে এমন ১০ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এদের অর্ধেকই তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। করোনা ছাড়াও অন্যান্য জটিলতার জন্য ৫ জনকে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট দিতে হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের।

প্রতিষ্ঠানটির চক্ষু বিশেষজ্ঞ ডা মণীশ মঞ্জুল জানান, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ওই ধরনের ছত্রাকের সংক্রমণ ঘটে। সে কথা মাথায় রেখে করোনা রোগীকে স্টেরয়েড দেওয়া হয়। এতে দেহে সাইটোকাইনিনের মাত্রা কমে। এই সাইটোকাইনিন দেহে ছত্রাকের সংক্রমণ ঘটায়।

এদিকে, বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৩৮ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ৪১ হাজার। গত ২৪ ঘণ্টায় আবারও ১২ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।

করোনা আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৬ ডিসেম্বর) পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৩৮ লাখ ৩ হাজার ৩২০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৪১ হাজার ৪৪০ জনের। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৯৫৭ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি