শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে-৯ ডিগ্রি সেলসিয়াস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

বিগত কয়েকদিনের মতো আজও সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়াও শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে।

পূর্বাভাসে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার উপর বিশেষ জোর দিয়েছে আবহাওয়া অধিদফতর। বলেছে, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রামে শীতের প্রকোপ বেশি। উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এছাড়া, সারাদেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি