বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


সেই ৫ কেন্দ্রের পরীক্ষা ফের নেবে বার কাউন্সিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে জানা গেছে। স্থগিত এই পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা যত দ্রুত সম্ভব নেয়া হবে। তবে বাকি চারটি কেন্দ্রের পরীক্ষা বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে বার কাউন্সিল।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাজধানী ঢাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে আইনজীবী তালিকাভুক্তিকরণে পরীক্ষা নেয় বাংলাদেশ বার কাউন্সিল। এনরোলমেন্ট লিখিত পরীক্ষার নয়টি কেন্দ্রের মধ্যে চারটির লিখিত পরীক্ষার কার্যক্রম বহাল রাখা হয়েছে। এগুলো হল- আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ।

অপরদিকে, বিশৃঙ্খলা কারণে বাতিল করা হয়েছে পাঁচটি কেন্দ্রের পরীক্ষা। এগুলো হলো- মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। এই পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের যত দ্রুত সম্ভব পরীক্ষা নেয়া হবে।

তবে, কবে নাগাদ এ পরীক্ষা নেয়া তা নির্ধারণ করেনি বার কাউন্সিল।

এবারের লিখিত পরীক্ষায় ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। এদের মধ্যে পরীক্ষা না দিয়ে অনেকেই জড়িয়ে পড়েন বিশৃঙ্খলায়। এই অভিযোগে রাজধানীর কয়েকটি থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে ৪৯ জনকে। এদের মধ্যে ২৪ জনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করেছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি