শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আবারো বাড়ছে চালের দাম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০২০

ডেস্ক রিপোর্ট:

প্রতিনিয়ত বাড়ছে চালের দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও লাগাম টানা যাচ্ছে না নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটিতে। সপ্তাহের ব্যবধানে ফের ২ থেকে ৫ টাকা দাম বেড়েছে সব ধরনের চালে।

ক্রেতারা বলছেন, এভাবে চলতে থাকলে সামনে না খেয়ে থাকতে হবে। অন্যদিকে বিক্রেতাদের অভিযোগ, মিল মালিকরাই প্রতি সপ্তাহে চালের দাম বাড়াচ্ছেন। তাই তাদের কিছু করার নেই। সরকারের উচিত দাম বাড়ার কারণ খতিয়ে দেখা।

২৫ ডিসেম্বর শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি চালের বাজারে গিয়ে দেখা যায়, প্রায় সব ধরনের চালের পর্যাপ্ত সরবরাহ আছে। কিন্তু তারপরও দাম বাড়তি। শুধু এ সপ্তাহে নয়, কয়েক সপ্তাহ ধরেই চালের দাম ঊর্ধ্বমুখী।

চাল বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে চিকন মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৪ টাকা, নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৭০ টাকা, মোটা স্বর্ণা বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৪৮ টাকা এবং মোটা আটাশ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়।

অথচ গত সপ্তাহে মিনিকেটের দাম ছিল ৬০ থেকে ৬২ টাকা, নাজিরশাইল ৫৮ থেকে ৬৫ টাকা, স্বর্ণা ৪৬ টাকা ও আটাশ ৪৮ থেকে ৫২ টাকা।

চাল বিক্রেতা মো. শাজাহান জানান, প্রতি সপ্তাহে ২ থেকে ৫ টাকা করে দাম বাড়ছে। কিন্তু কমার কোনো লক্ষণ নেই। দাম বাড়ার কারণে ক্রেতার সংখ্যাও কমেছে। মিল ও চাতালগুলো মনিটরিং করে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।

আনিস নামের আরেক ব্যবসায়ী বলেন, সরকারের উচিত চালের ঊর্ধ্বগতি থামাতে বাইরে থেকে আমদানি করা। পাশাপাশি বাজার তদারকি ও মিলারদের সঙ্গে বসে দাম বাড়ার কারণও খুঁজে বের করতে হবে।

মোশারফ নামের আরেক ব্যবসায়ী বলেন, মিলারদের কাছ থেকেই বেশি দামে চাল কিনে আনতে হয়। তাই বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। মিলাররা বলছে, ধান নেই, তাই ধানের দাম বেশি। কিন্তু বাজারে ঠিকই চাল আসে। ধান যদি না থাকে তাহলে বেশি দামে চাল আসে কোথা থেকে।

অন্যদিকে চালের দামের এই ঊর্ধ্বগতি সম্পর্কে আলম নামে ক্রেতা বলেন, “বাঙালিদের প্রধান খাবার ভাত। কিন্তু এভাবে চালের দাম বাড়তে থাকলে সামনে না খেয়ে থাকতে হবে। সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে সাধারণ জনগণের জন্য কষ্ট হয়ে যাবে।

মো. মজিবর নামের এক ক্রেতা বলেন, “১০ দিন আগে মিনিকেট চালের বস্তা (২৫ কেজি) কিনেছি ১ হাজার ৪০০ টাকায়। ৫ দিন আগে কিনতে গিয়ে দেখি সেটার দাম বেড়ে ১ হাজার ৫০০ টাকা হয়েছে।

আর আজ একই বস্তা কিনতে হয়েছে ১ হাজার ৬০০ টাকায়। এভাবে দাম বাড়তে থাকলে তো চাল কেনাই মুশকিল হয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি