শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৩০ শীর্ষ নারীনেত্রীর তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের এ প্রথম হিজাবি তরুণী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

ফোর্বস ম্যাগাজিনে শীর্ষ ৩০ নারী নেত্রীর তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বের প্রথম হিজাবি আন্তর্জাতিক স্কেটার জাহরা লরি। সংযুক্ত আরব আমিরাতের এই অ্যাথলেট হিজাব পরে স্কেট করার দাবি নিয়ে পরিচয় পেয়েছিলেন।

১৯৯৫ সালে আবুধাবিতে জন্ম নেয়া জাহরা ডিজনির আইস প্রিন্সেস সিনেমা দেখে স্কেটিং শুরু করেন। ২০১২ সালে ইতালিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান কাপ প্রতিযোগিতায় জাহরা লরি হিজাব পরে প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় বিচারকদের বাধার মুখে পড়েন।

বিষয়টি নিয়ে সে সময় বেশ আলোচনা হলে ক্রীড়া সামগ্রী তৈরির প্রতিষ্ঠান ‘নাইকি’ এ সমস্যা সমাধানে এগিয়ে আসে।

২০১৭ সালে আন্তর্জাতিক আসরে প্রথম নারী হিসেবে হিজাব পরে ফিগার স্কেটিং প্রতিযোগিতায় অংশ নেন।

চলতি বছর ফোর্বস ম্যাগাজিনে অনূর্ধ্ব ৩০ শীর্ষ নারীনেত্রীর তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের এ প্রথম হিজাবি তরুণী।

মিডল ইস্ট মনিটরকে তিনি বলেন, ‘হিজাব ছাড়া আমি জহরা লাহরি হতে পারতাম না। হিজাব আমারই অংশ। হিজাব পরে যখন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম তখন ভাবিনি এটা আমার জীবনে এতটা প্রভাব ফেলবে। আমি বিশ্ববাসীকে প্রমাণ করতে চাই আমিরাতের নারীরা পিছিয়ে নেই।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি