শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মানসিক চাপ ও অস্থিরতা কমাতে সাগরে ভাসমান বাড়ি ‘হায়িক্সি’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

কূল থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি শান্ত উপসাগরে অবস্থিত এই বাড়ির নাম দেওয়া হয়েছে হায়িক্সি। এর ৩৬০ ডিগ্রি কোণে রয়েছে সমুদ্রের পানি।

সমুদ্রে ভাসছে আস্ত বাড়ি। ভাবতেই অবাক লাগছে! তাই না? সাগরের পানির নিচে রেস্টুরেন্টের কথা কিন্তু আমরা অনেকেই জানি কম-বেশি। কিন্তু ভাসমান বাড়ির খোঁজ খুব সম্ভবত এই প্রথম।

চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলে এ রকম এক ভাসমান বাড়ি নির্মাণ করেছেন এক চীনা উদ্যোক্তা। ৬০০ বর্গফুটের এই বাড়ি নির্মাণ করতে খরচ হয়েছে মাত্র ৪ লাখ ইউয়ান (প্রায় ৫১ লাখ ৭৫ হাজার টাকা)।

গল্পটি একজন তরুণ উদ্যোক্তার, ডাকনাম কোস্টলাইন। সমুদ্রের কাছে বড় হওয়া বলেই এই নাম। দক্ষিণ চীন সাগরের ডোংশান কাউন্টি নামক একটি দ্বীপে তার অধিকাংশ সময় কেটেছে সমুদ্রে মাছ ধরেই।

ডোংশানের জেলেদের ভাবনাহীন, নির্জঞ্ঝাট জীবনযাত্রা তাকে সবসময়ই খুব মুগ্ধ করত। কথায় বলে, ইচ্ছে থাকলে উপায় হয়। তার বেলায়ও এর ব্যাতিক্রম ঘটেনি। সত্যি বলতে, সেখানকার জীবনযাত্রার প্রতি তার মুগ্ধতাই তাকে এমন একটি অভূতপূর্ণ কাজ করতে অনুপ্রাণিত করেছিল।

২০১৮ সালের এক রাতে তিনি যখন বন্ধু ডং জিনমিংয়ের সঙ্গে আড্ডা মারছিলেন, তখন গল্পের ছলেই বলে ফেলেন, সমুদ্রে ভাসমান বাড়ি বানালে কেমন হতো? একদিকে ইচ্ছেমতো মাছ ধরা, অন্যদিকে পানাহার- কত আনন্দই না হতো! ইচ্ছেমতো সারাদিন মাছ ধরা আর উৎসবে মেতে থাকা!

যেমন ভাবনা, তেমন কাজ। সে রাতেই তারা ভাসমান বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেন। সেই স্বপ্ন এখন বাস্তব।

সামুদ্রিক মাছ ধরা এবং জলজ সংস্কৃতি নিয়ে ডোংশান কাউন্টির রয়েছে দীর্ঘ ইতিহাস। তাদের ছিল এক অতিকায় ভেলা। সেটি থেকেই তারা ভবনটির ঘাঁটি নির্মাণের প্রথম অনুপ্রেরণা পান।

যেহেতু জমি নিয়ে কোনো সমস্যা ছিল না, তাই তারা প্লাটফর্মটি ৬০০ বর্গফুট আকারে তৈরি করার সিদ্ধান্ত নেন। ডংশানে যথেষ্ট বড় বন্দর না থাকায় প্রথমে তারা অগভীর জলে কাজ করতেন, কিন্তু জোয়ারের জন্য তারা প্ল্যাটফর্মটিকে খোলা সমুদ্রে নিয়ে যাযন এবং বাড়িতে কাজ শুরু করেন।

অবশ্য এই কাজে যে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, তা ছিল তাদের কল্পনার বাইরে। প্ল্যাটফর্মটিতে একটু চলাফেরা করলেই উপরে-নিচে ডেবে যেত।

ভবনটির কাঠামোতে কোস্টলাইন চেয়েছিলেন যতটা সম্ভব কাঁচ ব্যবহার করতে, যেন সমুদ্রের নীল পানির মাঝে কাঁচের নকশাকৃত এই বাড়ি অপরূপ দেখায়। কিন্তু মজবুত ও টেকসই করার জন্য তাকে বাহ্যিক সৌন্দর্য্য বাদ দিয়ে শেষে ইস্পাত ব্যবহার করতে হয়েছে।

বিদ্যুৎ সমস্যা সমাধান করতে তাদের প্রায় এক বছর লেগে যায়। প্রথমে তারা কাছাকাছি একটি জলবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করে। কিন্তু মাছ ধরার নৌকাগুলো নিয়মিত তারের সঙ্গে ভবনটির সংযোগ বিচ্ছিন্ন করে ফেলত। পরে জেলেদের সঙ্গে সমঝোতা হওয়ায় সেই সমস্যা কেটে যায়।

বাড়িটি ১৬টি ধাতব নোঙরে বাঁধা, যার প্রতিটির ওজন প্রায় এক টন করে। যদি মালিকরা কখনো এটা সরাতে চান, তাহলে তাদের শুধু এই নোঙরগুলো তুলে ফেলতে হবে এবং একটি পাওয়ারবোটের সাহায্যে বাড়িটিকে নতুন জায়গায় নিয়ে যেতে হবে।

কোস্টালাইন বাড়িটিকে তার অবকাশযাপনের জায়গা বলেই মনে করেন, যেখানে সব ক্লান্তি দূর হয়ে ফিরে আসবে প্রশান্তি। এখানে বসে তিনি সারাদিন একাকী নিভৃতে নিজের জীবন এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান।

কূল থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি শান্ত উপসাগরে অবস্থিত এই বাড়ির নাম দেওয়া হয়েছে হায়িক্সি। এর ৩৬০ ডিগ্রি কোণে রয়েছে সমুদ্রের পানি।

তবে কোস্টলাইন তার এই বাড়ির বিনিয়োগে সন্তুষ্ট নন।কারণ, এর প্রতি বর্গমিটারের দাম ৭ হাজার ইউয়ানের কম; অথচ ব্যস্ত শহরে হলে বাড়িটির দাম হতো বর্গমিটারপ্রতি ৮০ হাজার ইউয়ান।

সম্প্রতি এক গণমাধ্যমে কোস্টলাইন বলেন, যখনই তিনি এখানে আসেন, তার প্রাত্যহিক জীবনের সব মানসিক চাপ ও অস্থিরতা থেকে মুক্তি পান। তিনি এখানে সবচেয়ে বেশি উপভোগ করেন মাছ ধরা আর তা রান্না করে খাওয়া।

করোনাভাইরাস মহামারির আগে তিনি এখানে সাতদিন ছিলেন। নিজের মতো একাকী সেই জীবনে তার মনে হতো, তিনিই বুঝি পৃথিবীর একমাত্র জীবিত ব্যক্তি। চীনে মহামারি শুরু হলে স্ত্রী এবং দু’বছরের ছেলেকে নিয়ে আবার এখানে আসেন। ২১ দিন ধরে তারা সমগ্র বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখেন এখানে। সারাদিন ছেলেকে নিয়ে নৌকায় করে মাছ ধরতেন এবং সন্ধ্যায় একসঙ্গে বসে সিনেমা দেখতেন।

এ বছরের সেপ্টেম্বরে কোস্টলাইন তাই এই বাড়িকে চীনের প্রথম ভাসমান হোটেল হিসেবে খোলেন। শুধু পরিচিতদের কাছেই এটি ভাড়া দেন তিনি। তবু এত ভীড় থাকে, নিজে যেতে চাইলেও কয়েক মাস আগে থেকে বুক করে রাখতে হয়!

বর্তমানে এই ভাসমান ভবনগুলো বেশ সমাদৃত। যদিও টাইফুনের মতো যেকোনো দুর্যোগের ঝুঁকি রয়েই যায়। তবু কম খরচের মধ্যে এ রকম অভূতপূর্ণ দৃষ্টিনন্দিত বলে এর চাহিদা বাড়ছে দিন দিন।

মানুষ এখন চায় শহুরে কোলাহল ছেড়ে এ রকম শান্তিপূর্ণ, প্রকৃতির মায়ায় সময় কাটাতে। আর তা যদি হয় কোনো সমুদ্রে ভাসমান অবস্থায়, তাহলে তো কথাই নেই!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি