শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » পর্যটন » দর্শনার্থীদের আরামদায়ক ভ্রমণের জন্য পদ্মায় নামল দৃষ্টিনন্দন ৪ নৌকা


দর্শনার্থীদের আরামদায়ক ভ্রমণের জন্য পদ্মায় নামল দৃষ্টিনন্দন ৪ নৌকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সোমবার (৪ জানুয়ারি) সকালে এই ভ্রমণতরীর উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

দর্শনার্থীদের ভ্রমণকে আরামদায়ক করতে এবং পদ্মানদী ও চরাঞ্চলকে পর্যটন এলাকা গড়তে উদ্যোগ নিয়েছে মাদারীপুর জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটন কেন্দ্রের মাধ্যমে শিবচরের চরাঞ্চলের জেলেদের জীবনমান উন্নয়নের সমন্বয় উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেই উদ্যোগের অংশ হিসেবে কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মা নদীতে নামানো হয়েছে চারটি দৃষ্টিনন্দন নৌকা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল আলম, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে নদীতে ২০টি নৌকা নামানো হবে। এ সব নৌকার মালিক স্থানীয় জেলেরা। যারা মাছ ধরার পাশাপাশি পর্যটকদের জন্য পদ্মানদীর সৌন্দর্য দেখানোর সেবায় আগ্রহী তারা ১০-১৫ জনের ধারণক্ষমতা অনুযায়ী একেকটি নৌকা তৈরি করে নদীতে নামাবেন। পর্যটকদের সুবিধবার জন্য জেলা প্রশাসন নৌকার ভাড়া নির্ধারণ করে দেবেন। নৌকাগুলোতে লাইফ জ্যাকেটসহ ভ্রমণ এলাকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এদিকে, নৌকাগুলো ট্র্যাকিংয়ের জন্য থাকবে অ্যাপস্। এর মাধ্যমে পর্যটকদের নিয়ে নৌকা নদীর কোথায় যাচ্ছে তা জানা যাবে।

এ বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, শিবচরের চরাঞ্চলের জেলেদের জীবনযাত্রার মান উন্নয়ন ও পর্যটনের বিকাশ সাধনে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে জেলেদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে। এছাড়া পদ্মানদী ও এর চরাঞ্চলের সৌন্দর্য সহজেই উপভোগ করতে পারবে ভ্রমণপ্রেমীরা। নির্দিষ্ট দূরত্ব থেকে পদ্মাসেতু দেখতে পাবেন তারা। এতে করে পদ্মার সৌন্দর্যের পাশাপাশি পদ্মাসেতুও দেখার সুযোগ থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি