শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার কান্দিরপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০২১

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে নগরীর লিবার্টি মোড় থেকে টাউন হল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।

এসময় কান্দিরপাড়ে রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ১০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ বিকালে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন জেলা আনসার ও জেলা পুলিশ বিভাগের সদস্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি