শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আলোচিত সেই নুরু গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ২৮ মামলার আসামি নুরে আলম ওরফে নুরু। তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে দুই দফা হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।

পাহাড় দখল, মাদক বিক্রিসহ নানা অপকর্মের জন্য আলোচিত, চট্টগ্রামের নাছিয়া ঘোনা এলাকার নুরে আলম ওরফে নুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ( ৮ জানুয়ারি) রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গোয়েন্দা পুলিশ ও নগরীর আকবর শাহ থানা পুলিশের যৌথ দল তাকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, ‘দুপুরে নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

নুরু চট্টগ্রামের পূর্ব ফিরোজশাহ কলোনির নাছিয়া ঘোনা এলাকায় নানা অপকর্মের ‘হোতা’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নগরীর আকবর শাহ ও খুলশী থানায় পাহাড় কাটা, কাঠ পাচার, মাদক বিক্রিসহ নানা অভিযোগে ২৮টি মামলা রয়েছে। এ ছাড়া ২০১৪ সালের একটি অস্ত্র মামলায় নুরুর ১৭ বছরের সাজা হয়েছিল। ২০১৯ সালে নুরুর বিরুদ্ধে সাজার পরোয়ানা হলেও সেটির কোনো রেকর্ড থানায় ছিল না। এ নিয়ে সংবাদমাধ্যমে সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার নুরুর সাজার পরোয়ানা থানায় আসে।

গত ২৬ ডিসেম্বর নুরুকে ধরতে নাছিয়া ঘোনায় অভিযানে গেলে সেখানে পুলিশের উপর হামলা করা হয়। ঘটনাস্থল থেকে নুরুর এক সহযোগীকে গ্রেপ্তার করলেও পালিয়ে যান তিনি। এরপর ৩১ ডিসেম্বর ভোরে অভিযান চালিয়ে নুরুর ১২ সহযোগীকে গ্রেপ্তার করলেও তাকে পাওয়া যায়নি। এরপর ৪ জানুয়ারি তৃতীয় দফায় নাছিয়া ঘোনায় অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি