শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নাগরিকের জীবনযাত্রা দুর্ভোগহীন করতে “সবার ঢাকা’ অ্যাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০২১


ডেস্ক রিপোর্টঃ

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, অ্যাপটি নগরীর বাসিন্দাদের কাছে ডিএনসিসির জবাবদিহিতা নিশ্চিত করবে। এলজিআরডি মেয়র, ডিএনসিসি মেয়র এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ সবাই ঢাকা মোবাইল অ্যাপটির উদ্বোধন করেন।

নগর জীবনের নানাবিধ সমস্যা সমাধানে “সবার ঢাকা” নামের একটি অ্যাপ চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

যেমন ধরুন; আপনি বাড়ি থেকে বের হয়ে প্রতিদিনই দেখতে পাচ্ছেন একই চিত্র, ফুটপাথে জমে থাকা একই আবর্জনার স্তূপ। নেই স্থানীয় পরিচ্ছন্নতা কর্মীদের উদ্যোগ।

এমন সব প্রাত্যহিক সমস্যা সমাধানেই অ্যাপটি চালু করা হয়েছে। নগর কর্তৃপক্ষ ও নগরবাসীদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার প্রচেষ্টায় আজ রোববার (১০ জানুয়ারি) “সবার ঢাকা” অ্যাপটি চালু করা হয়।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ- কেআইবি’তে উদ্বোধনকালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি এই উদ্যোগ নগরবাসীর সমস্যা সমাধানে ডিএনসিসির সাথে কার্যকর যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখবে।

এই অ্যাপটির মাধ্যমে একজন নাগরিক নিয়মিত আশেপাশের এলাকায় অসুবিধা বা অন্যান্য নাগরিক সমস্যার বিষয়ে রিপোর্ট করতে পারেন।

রিপোর্ট দাখিল হবার পর ডিএনসিসি বিষয়টি খতিয়ে দেখে তিন দিনের ভেতর অবহিত করবে অভিযোগকারীকে। এই সময়ের মধ্যে সমাধান করতে না পারলে সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে সরাসরি মেয়রকে অবহিত করা হবে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, অ্যাপটি নগরীর বাসিন্দাদের কাছে ডিএনসিসির জবাবদিহিতা নিশ্চিত করবে।

তিনি বলেন, এর মাধ্যমে জবাবদিহিতা বৃদ্ধি পাবে। আমরা সবার কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। ঠিক আমার মতো করে প্রত্যেক কাউন্সিলর এবং প্রত্যেক কর্মচারীকে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে।

মোবাইল অ্যাপটিতে আছে নাগরিক সুবিধার পাশিপাশি জরুরি সেবা এবং নারী ও শিশুদের জন্য পৃথক একটি সেবার বিভাগ। অ্যাপ স্ক্রলের মাধ্যমে এসব আপডেট ডিএনসিসির কাছে পৌঁছাবে ।

ঢাকার কোথায় কী হচ্ছে, সেই আপডেট অ্যাপটি থেকে যানা যাবে। এছাড়া, আবহাওয়া ও বায়ু দূষণের সর্বশেষ পরিস্থিতিও জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি