শনিবার,১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রতিবন্ধী শ্যালিকাকে তুলে এনে ধর্ষণ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

স্ত্রী বাবার বাড়িতে থাকার সুযোগে প্রতিবন্ধী শ্যালিকাকে (১৫) বাড়িতে তুলে নিয়ে যান দুলাভাই আল আমিন। একপর্যায়ে তাকে ধর্ষণ করেন তিনি। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৯ জানুয়ারি) রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় মামলার পর সোমবার (১১ জানুয়ারি) সকালে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও পরে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। জানা গেছে, ওই গ্রামের মৃত মো. মরছব আলীর ছেলে আল-আমীন প্রায় ছয় বছর আগে পাশের গ্রামে বিয়ে করে। স্বামীর নির্যাতনে কারণে শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান স্ত্রী।

প্রতিবন্ধী কিশোরীর বাবা জানান, শনিবার রাতে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে আল-আমীনের বাড়ি থেকে বের হতে দেখা যায়। পরে মেয়ে ইশারা-ইঙ্গিতে জানায়, তাকে হাত-মুখ বেঁধে ঘরে নিয়ে আল-আমীন ধর্ষণ করে।

এ ঘটনায় স্থানীয় লোকজন আল-আমীনকে কানধরে ওঠবস, জুতাপেটা এবং অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে থানায় নেয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি