বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড তামজিদ সিএনজি ও এলপিজি ফিলিং স্টেশন এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় গোয়েন্দা পুলিশ ১টি পিকআপ গাড়ি, ২টি ছেনী, ১ টি কাটার, ২ টি ছুরি, একটি রেঞ্জ, একটি কাটার প্লাসসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর বাড়ির নুরুজ্জামানের ছেলে মো. মানিক (কালা মানিক) (২৭), কুমিল্লা জেলা তিতাস থানার নারায়ন্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. সিরাজ (২৪), চাঁদপুর জেলা চাঁদপুর সদর থানার লোদের গাঁ গ্রামের মো হান্নানের ছেলে মো. রনি (২৫), কুমিল্লা জেলা বরুড়া থানা বাতাবাড়িয়া গ্রামের মাফুলের ছেলে মো সাহেদ (২৬), কুমিল্লা জেলা দাউদকান্দি থানা আউটবাগ গ্রামের ফুল মিয়া বেপারীর ছেলে মো. জামাল (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাত দলের সদস্যরা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর সহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আসামিদের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র মামলাসহ একাদিক মামলা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি