বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় ইভিএম বিড়ম্বনায় ভোটারদের ভোগান্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে ভোটারদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিটি ভোটের জন্য গড়ে ৫/৬ মিনিট সময় ব্যয় হচ্ছে। মাঠ পর্যায়ে ইভিএম নিয়ে ব্যাপক প্রচারণা না থাকায় ভোট গ্রহণে দায়িত্বরতদের অনেকটা বিরক্তও হতে হচ্ছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে সরেজমিনে গিয়ে চান্দিনার পৌরসভার হাড়ং উচ্চ বিদ্যালয়, রারীরচর ও বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় মাঠে মহিলা ও পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি। ভোটারদের অভিযোগ, ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি না বিষয়ে তাদের আগেই ভালো করে না জানানোর কারণে ভোট দিতে দেরি হচ্ছে। প্রার্থীদের লোকজনও এ বিষয়ে কিছু বলেনি বলে তারা দাবি করেন।

বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিক উল্লাহ জানান, ‘ভোট কেন্দ্রে আমরা ইভিএম বিষয়ে ভোটারদের জন্য প্রদর্শনীর আয়োজন করেছিলাম। এতে অধিকাংশ ভোটার আসেননি। তাই ভোট প্রদানে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।’

উল্লেখ্য, এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩১ হাজার ৮৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬৭৮ এবং মহিলা ভোটার ১৬ হাজার ১৭০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি