শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় সার্ভিং ক্লাব ও অতন্দ্র ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন শরীফ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ


কুমিল্লায় সার্ভিং ক্লাব ও অতন্দ্র ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন শরীফ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ড পুরাতন মৌলভীপাড়ার নূরে মদিনা মাদ্রাসায় বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) বিকেলে সার্ভিং ক্লাব ও অতন্দ্র ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে স্বাস্থ্য উকরণ
হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ডের সাবেক কুসিক কাউন্সিলর ও কুমিল্লা মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাহী সদস্য শাহজাহান সিরাজী সাজু।

এসময় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বীমা কল্যান সোসাইটি কুমিল্লা মহানগর প্রেসিডেন্ট ও হিউম্যান রাইট্স এ্যাডভারমেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , কুমিল্লা সার্ভিং ক্লাবের উপদেষ্টা ও কুমিল্লা মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, চ্যানেল বাংলাদেশের সিনিয়র স্টাফ রিপোর্টার বিশিষ্ট্য সাংবাদিক বি.এম মহিউদ্দিন মন্টি।
আগামীর সুন্দর ও শিক্ষিত জাতি গঠনে অগ্রনী ভূমিকা পালনের লক্ষ্যে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে অরাজনৈতিক সংগঠন সার্ভিং ক্লাব ও অতন্দ্র ফাউন্ডেশন । এমন মহতি উদ্যোগ ও সেবা আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান সংঠনদ্বয়ের নেতৃবৃন্দরা।

নূরে মদিনা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গোলাম মোঃ শাহজালালের উপস্থিতিতে মাদ্রাসার ছাত্রদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দরা । সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন অতন্দ্র ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাজিদুল ইসলাম, সহ-সভাপতি এ এস এম ফয়সাল, ব্লাড এক্সিকিউটিভ মো: আরমান হোসেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সার্ভিং ক্লাবের সভাপতি মো: তারেক হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রিতম দে, কাজী মো: মোহায়মিনুল ইসলাম মাহি, সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম রোদ্র, অর্থ সম্পাদক ইকরামুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন কুমিল্লা ২৪ টিভি, দৈনিক আজকের কুমিল্লা ও চ্যানেল বাংলাদেশ এবং দৈনিক পূর্বাশা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি