শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বরুড়া পৌরসভা নির্বাচন: হুমকি ও হামলা আতংকে বিএনপির সমর্থক-ভোটাররা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০২১

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থীর সমর্থকদের উপর হামলার নির্দেশ দিয়ে ভোটারদের মাঝে আতংক ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

জানা গেছে, বরুড়ায় পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনী এলাকায় ভোটের আমেজ বইছে। ভোটারদের মাঝে রয়েছে ব্যাপক উদ্দীপনা।

বিএনপি’র নেতাকর্মীরা জানান, এদিকে ভোটারদের মাঝে আতংক ছড়াতে পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অশ্লীল ভাষায় একটি বক্তব্য প্রদান করেছেন। সে বক্তব্য তার দলের কেউ একজন ফেইসবুকে লাইভ দিলে তা ভাইরাল হয়ে যায়। শুক্রবার দুপুরে ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা এলাকায় এ বক্তব্য দেন সাইফুল ইসলাম। এতে সরকারি দলের মনোনিত মেয়র প্রার্থী বকতার হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

সাইফুল ইসলাম ৭ নং ওয়ার্ডে উট পাখি প্রতীক নিয়ে নিবার্চনে প্রতিদ্বন্দ্বি করা কাউন্সিলর প্রার্থী বেলাল হোসেন বিল্লালের জেঠাতো ভাই ও কাসেড্ডা গ্রামের শামছুল হকের ছেলে।

সাইফুল ইসলাম বক্তব্যে বলেন, ৭ নং ওয়ার্ডে শুধু নৌকা আর উটপাখির প্রচারণা চলবে। বিএনপির কোন কাউন্সিলর অথবা মেয়র প্রার্থী জসিম উদ্দিনের প্রচারণা চলবে না। যদি প্রচারণা করার চেষ্টা করে তাহলে তাদের উপর হামলা করার নিদের্শ দেওয়া হয়। এছাড়াও ৩০ জানুয়ারী দিনে কেন্দ্রে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যেতে নিষেধ করা হয়।

বিএনপির নেতাকর্মীরা জানান,এছাড়াও সম্প্রতি বরুড়ার পৌরসদর বাজার, তলাগ্রাম ও কসামী গ্রামে অশালীন ভাষায় মিছিল করে নৌকার সমর্থকরা। এ সময় তারা “একটা একটা ছাত্রদল ধর, ধইরা ধইরা জবাই কর” শ্লোগানের মাধ্যমে মিছিল দিয়ে স্থানীয় বিএনপি প্রার্থী জসিমউদদীন পাটোয়ারীর সমর্থকদের প্রচারণায় বাধা দেন। ছিড়ে ফেলে পোষ্টার ও ব্যানার। দেওড়া বাজার ও তলাগ্রাম মুড়ে বিএনপির প্রচারণার মাইক ও গাড়ি ভাংচুর করে। ছাত্রদল নেতা সাদ্দামের বাড়িতে ভাংচুর চালানো হয়। দিন ও রাত ব্যাপী ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সব ঘটনায় সরাসরি নেতৃত্ব দেন বরুড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও মেয়র প্রার্ত্থী বকতার হোসেনের বড় ভাই আক্তার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জিএস শাহজান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ লিপন খন্দকার, আলম কমিশনারের ভাই দুলালসহ বহিরাগত সন্ত্রাসীরা।

এ সব বিষয়ে বিএনপির মেয়র প্রার্থী জসিমউদদীন নির্বাচন কমিশনের বরাবর ১২ টিরও বেশী লিখিত অভিযোগ দিয়েছেন। কোনটিরও তদন্ত করা হয়নি বলে বিএনপির মেয়র প্রার্থীর নেতাকর্মীরা জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি