বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগ, বাইরে ১০০ গজ দূরে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে চলছে ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

ভোট চলাকালে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ির বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কেন্দ্রের ভেতর ও বাইরে সরকার দলীয় সমর্থকদের জটলা দেখা গেলেও বিএনপি সমর্থকদের কাউকে দেখা যায়নি।

চট্টগ্রাম নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডের চররাঙামাটিয়া কেন্দ্রে রাসেল নামের বিএনপি প্রার্থীর এক এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকার সময় মাথায় আঘাত করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দেখা গেছে, এই কেন্দ্রে বিএনপির কর্মী-সমর্থকরা কেন্দ্রের বাইরে ১০০ গজ দূরে অবস্থান করছে। আর আওয়ামী লীগ সমর্থকরা কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান করছে। এদিকে বিএনপি কর্মীরা চররাঙামাটিয়া সড়ক অবরোধ করে রেখেছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিএনপি প্রার্থীর দাবি, যেহেতু তাদের ভোট দিতে দেয়া হচ্ছে না, তাই তারা কাউকে যাতায়াত করতে দিবে না। আওয়ামী লীগের কর্মীদের জন্য বিএনপি প্রার্থীরা ভোট কেন্দ্রে ভোট দিতে পারছেন না।

ওই কেন্দ্রে দায়িত্ব পালন করা এসআই নুরুল আলম বিএনপি প্রার্থীর দাবিকে অস্বীকার করে বলেন, ‘এখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি