রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » বাংলাদেশে ‘ভালোবাসা দিবস’ প্রচলনকারী শফিক রেহমান আজ থাকছেন সরাসরি অনুষ্ঠানে


বাংলাদেশে ‘ভালোবাসা দিবস’ প্রচলনকারী শফিক রেহমান আজ থাকছেন সরাসরি অনুষ্ঠানে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০২১

তারিক চয়ন:

আজ ১৪ ফেব্রুয়ারি ২০২১। বাংলাদেশে বরাবরের মতই সর্বত্র পালিত হচ্ছে ভ্যালেন্টইন্স ডে বা ভালোবাসা দিবস। বাংলাদেশে এই দিনটিকে “ভালোবাসা দিবস” হিসেবে উদযাপনের রীতি চালু করার কৃতিত্ব দেয়া হয় লেখক-সাংবাদিক শফিক রেহমানকে। তার সম্পাদিত ‘যায় যায় দিন’ পত্রিকা ১৯৯৩ সালে প্রথম এই দিনটিকে উপলক্ষ করে বিশেষ ‘ভালোবাসা সংখ্যা’ বের করেছিল। দিনে দিনে বাংলাদেশে ভালোবাসা দিবস রীতিমত উৎসবে রূপ নিয়েছে।

আধুনিক মানবিক শিক্ষায় শিক্ষিত ও সাহসী সাংবাদিক, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান সমাজের সার্বজনীন এবং বৈচিত্র‍্যমুখী নানা সম্পর্ক ও মানবিকতার উন্নয়নে ভালোবাসা দিবস ও তার তাৎপর্য প্রচার করেছিলেন। ফলাফল গত তিন দশকে এটি এখন রীতিমতো জাতীয় উৎসবে পরিণত হয়েছে।

এই দিনটিতে টিভি চ্যানেল আর পত্রিকাগুলো তাই শফিক রেহমানের বক্তব্য প্রচার করতে উৎসাহী থাকে। এবার সেরকম কোন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কিনা জানতে চাইলে লন্ডন থেকে শফিক রেহমান পূর্বাশা অনলাইনকে জানান, প্রতি বছরের মতো এবারও অনেকেই যোগাযোগ করেছেন। কিন্তু সময়-সুযোগের অভাবে সবার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ভয়েস অফ আমেরিকায় কিছু কথা বলেছি। এছাড়া আজ যুক্তরাজ্য থেকে এলটিভি বাংলার বিশেষ অনুষ্ঠান ‘ফিফথ স্টেইট’ এর আজকের পর্বে অতিথি থাকবো।

উল্লেখ্য, লন্ডন স্টুডিও থেকে সাংবাদিক শামসুল আলম লিটনের প্রযোজনা ও পরিচালনায় অনুষ্ঠানটি আজ লন্ডন সময় বেলা ২টা, ঢাকা সময় রাত ৮টায় প্রচারিত হবে। এলটিভি বাংলার ফেসবুক পেইজে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি