শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করতে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য


ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করতে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা। এতে আড়াইহাজার থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হালিম খান, কনস্টেবল আমান ও নাজমুলসহ তিন জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁরুখী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে পুলিশের আহত এএসআই বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলো– শাহীন মিয়া (২০), সজীব (২২), আজিজুল হক (২০), শাহবুল ভূঁইয়া (২২) ও মাসুদ মিয়া (২৪)।

আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান মোল্লা জানান, এএসআই হালিম খানের নেতৃত্বে পুলিশের একটি টিম ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে অভিযানে বের হলে আসামি ও তার লোকজন পুলিশের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে পুলিশের এএসআই হালিম খানসহ তিন পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি