শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » হাওরের বাঁধ নির্মাণের টাকা নিয়ে ফেরার পথে রড দিয়ে পিটিয়ে ছিনতাই


হাওরের বাঁধ নির্মাণের টাকা নিয়ে ফেরার পথে রড দিয়ে পিটিয়ে ছিনতাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের তাহিরপুরে হাওর রক্ষা বাঁধ নির্মাণের এসকেভেটরের ভাড়া নিয়ে আসার পথে ১ লাখ ৮৫ হাজার টাকা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ব্যক্তি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের কবির হোসেনের ছেলে লিমন মিয়া (১৮)। তাকে প্রথমে কমলাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাও বাজারের দক্ষিণ পশ্চিমের রাস্তায় এই ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত লিমনের পিতা মো. কবির হোসেন। অভিযোগের প্রেক্ষিত্বে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৩৮নং পিআইসি প্রকল্পের সভাপতি জুসেফ ও সাধারণ সম্পাদক কয়েস মিয়ার অধিনে মাটির কাটার বাঁধের কাজ করে আসছেন মো. কবির হোসেন ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাটি কাটার বিল আনার জন্য কবির হোসেনের ছেলে লিমন মিয়াকে নিয়ে লামাগাঁও বাজারের জুসেফ মিয়ার দোকানে যান। জুসেফ মিয়ার দোকানে কয়েস মিয়া মাটি কাটার বিল বাবদ ২ লাখ ৮৫ হাজার টাকা দেন কবির হোসেনকে। কবির হোসেন ২ লাখ ৮৫ হাজার টাকার মধ্যে ১ লাখ ৮৫ হাজার টাকা তার ছেলে লিমন মিয়াকে দেন মাটি কাটার যন্ত্র এসকেভেটরের ড্রাইবারকে দেয়ার জন্য। সন্ধ্যা ৭ টার দিকে লিমন মিয়া টাকা নিয়ে মাটি কাটার সাইটে আসার পথে লামাগাঁও বাজারের দক্ষিণ পশ্চিমের রাস্তায় তাকে আটকিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে জোরপূর্বক তার কাছে থাকা ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তার চিৎকার শুনে আশপাশে থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে কমলাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আহত লিমন মিয়া জানান, মাটি কাটার যন্ত্র এসকেভেটরের ভাড়া দেয়ার জন্য টাকা নিয়ে আসার পথে লামাগাঁও গ্রামের আবদুল মওলার ছেলে মোহাম্মদ উল্লাহ (২০), একই গ্রামের আ. রেজ্জাকের ছেলে রাজন মিয়া (২০) ও পার্শ¦বর্তী রামসিংহপুর গ্রামের মাহাবুল মিয়ার ছেলে রনি মিয়া(২০) সহ আরো কয়েকজন তাকে রড দিয়ে পিটিয়ে তার কাছে থাকা ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি