শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সীতাকুণ্ডে রেল স্টেশন অপরিষ্কার থাকায় বরখাস্ত মাস্টার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট স্টেশন অপরিষ্কার রাখার দায়ে স্টেশনটির মাস্টার রতন কান্তি দাশকে সাময়িক বহিষ্কার করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফৌজদারহাট স্টেশন পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন পূর্বাঞ্চল রেলওয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশীষ দাশ গুপ্ত।

রেলওয়ে সূত্র জানায়, স্টেশন পরিষ্কারের কাজে নিয়োজিত আছেন পেয়ারা বেগম নামে একজন পরিচ্ছন্ন কর্মী। সোমবার তিনি যথাসময়ে কাজে আসেননি। এরমধ্যেই হঠাৎ স্টেশন পরিদর্শনে যান জিএম মো. জাহাঙ্গীর আলম। স্টেশন অপরিচ্ছন্ন দেখে ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক বহিষ্কার করেন স্টেশন মাস্টার রতন কুমার দাশকে।

এ বিষয়ে স্টেশন মাস্টার রতন কুমার দাশ বলেন, ‘জিএম স্যার আজকে আমাদের স্টেশন পরিদর্শনে এসেছিলেন। এ সময় স্টেশনে গাছের পাতা পড়ে থাকতে দেখে তিনি ক্ষুব্ধ হন। আমি বলেছি পরিচ্ছন্নতা কর্মী আসতে দেরি হচ্ছে। তারপর তিনি অফিসে গিয়ে আমাকে সাময়িক বহিষ্কার করেছেন।’

এদিকে, এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি জিএম মো. জাহাঙ্গীর আলম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি