বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাকায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষে প্রেসক্লাব এলাকা রণক্ষেত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০২১

স্টাফ রিপোর্টার:

জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে ওই এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

সংঘর্ষে চলাকালে বেশ কয়েকজনকে আহত হতে দেখা যায়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তেও দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ব্যাপক টিয়ারশেল ছুড়েছে।

ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক হাসনাত নাইম জানিয়েছেন, ছাত্রদলের আজকের কর্মসূচি ঘিরে সকাল থেকে প্রেসক্লাব এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি ছিল। প্রায় ২৫০ পুলিশ সদস্য অবস্থান নিয়েছিলেন প্রেসক্লাবের সামনে। অন্যদিকে সকাল ১০টার দিক থেকে প্রেসক্লাবের ভেতরে জমায়েত হতে শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের এই কর্মসূচির পূর্ব অনুমতি ছিল না বলে অভিযোগ পুলিশের। ছাত্রদলের নেতাদের সঙ্গে পুলিশ কথা বলতে প্রেসক্লাবের ভেতরে গেলেও সেখান থেকে কোনো সমাধান আসেনি। তখনও প্রেসক্লাবের প্রধান ফটক বন্ধ ছিল।

এরপর বেলা ১১ টার কিছু পর ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। তখন পুলিশ তাদের সড়ক থেকে উঠে যাওযার কথা বললেও তারা যেতে রাজি হননি। এরপরই পুলিশ তাদের ধাওয়া দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করলে মূলত সংঘর্ষের সূত্রপাত।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান রহমান সাংবাদিকদের বলেন, ছাত্রদলের এ কর্মসূচির বিষয়ে কোনো অনুমতি নেওয়া ছিল না। সেজন্য আমরা তাদের চলে যেতে বলি।

সূত্র: ঢাকা পোষ্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি