শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » রাস্তার পাশে কালভার্টের ওপরে পড়ে থাকা নবজাতককে নিতে ২৩ জনের আবেদন


রাস্তার পাশে কালভার্টের ওপরে পড়ে থাকা নবজাতককে নিতে ২৩ জনের আবেদন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০২১

ডেস্ক রির্পোট:

সাতক্ষীরার শ্যামনগরে বাস টার্মিনাল-সংলগ্ন কালভার্টের ওপর পড়ে থাকা পলিথিনের ব্যাগ থেকে উদ্ধার হওয়া নবজাতকটিকে দত্তক নিতে ২৩ দম্পতি উপজেলা শিশু কল্যাণ বোর্ডের কাছে আবেদন করেছেন।

শুক্রবার (৫ মার্চ) বেলা ১১টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে। তবে আবেদনের তারিখ রোববার (৭ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিশুকল্যাণ বোর্ডের সদস্যসচিব শেখ সহিদুর রহমান।

তিনি  জানান, ওই নবজাতককে দত্তক নিতে ঢাকা, ঝিনাহদহ, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি কর্মকর্তা, শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষক, সেনা কর্মকর্তাসহ ২৩ জন আবেদন করেছেন।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজার গিফারি বলেন, ‘আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর যিনি যথাযথভাবে পরিচর্যা করে শিশুটি মানুষ করতে পারবেন এবং যার কোনো ধরনের সমস্যা থাকবে না, তাকে শিশুটির দায়িত্ব দেয়া হবে। এক্ষেত্রে আমরা সরকারি চাকরিজীবী দম্পতিদেরকে গুরুত্ব দিচ্ছি।’

এর আগে সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শ্যামনগরের ঢাকা বাস টার্মিনাল এলাকার একটি কালভার্টের ওপর পড়ে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। বাস টার্মিনাল মসজিদের মুয়াজ্জিন সামসুর রহমান তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নবজাতকটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে।

নবজাতকটিকে উদ্ধারের বিষয়ে ‘পলিথিনের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার’ শিরোনামে প্রথম প্রতিবেদন প্রকাশ করে । স্থানীয়দের বরাত দিয়ে বলা হয়, বাস টার্মিনাল মসজিদের মুয়াজ্জিন শামছুর রহমান ভোরে ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছিলেন। এসময় রাস্তার পাশে একটি কালভার্টের ওপরে পড়ে থাকা পলিথিনের ব্যাগের ভেতর থেকে নবজাতকের কান্না শুনতে পান। কান্না শুনে তাকে উদ্ধার করে বাড়িতে আনেন। পরে সোমবার দুপুরে শিশুটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিশুটিকে দত্তক পেতে প্রতিবেদনে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জুড়ে দিয়ে দেয়া হয়।

নবজাতকটির শারীরিক অবস্থা বর্তমানে ভালো বলে জানিয়েছেন চিকিৎসক। তবে এখনো পর্যন্ত নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি