রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার ১৫ নং ওয়ার্ডের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০২১

বি এম মহিউদ্দিন মন্টি:

ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

রবিবার ( ৭ মার্চ) সকালে কুমিল্লা নগরীর নগর শিশু উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ১৫ নং ওয়ার্ড কমিটি। এতে নেতৃত্ব দেন সভাপতি মীর মোঃ আজমীর সাধারণ সম্পাদক কামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ।

এসময় সদস্য সচিব সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজী সাজু সহ সভাপতি মোস্তফা কামাল, কাজী আমেনা আক্তার শিলা সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ অপু,মোস্তাফিজুর রহমান, ক্রিয়া সম্পাদক বাবর অর্থ সম্পাদক ইকবাল হোসেন শিক্ষা সম্পাদক মোঃ জহিরুল আলম তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ হানিফ দপ্তর সম্পাদক এ কে এম আহমদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুজাহেদ ইসলাম বাহাদুর ৷ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আতিকুর রহমান মহিলা সম্পাদক পারভীন আক্তার সদস্য আব্দুল লতিফ, খোকন মিয়া, আফজাল হোসেন,আখি, আসমা,ইয়াসমিন নাহার চুমকি,পারভীন আক্তার, রৌশনারাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি