মঙ্গলবার,১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়ার উপজেলায় ভাতিজার হাতে চাচা খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়ার উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামে আপন ভাতিজাদের হাতে শাহাজাহান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১ টায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাজাহান আদ্রা গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে এনা পরিবহনের একটি বাসের চালক ছিলো বলে জানা যায়।

নিহত শাহাজানের স্ত্রী জানান, রবিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টায় শাহাজাহান ঘুমন্ত অবস্থায় ছিলো । এ সময় তার বড় ভাই সোলেমান মিয়া(৬০), ভাতিজা শরীফ, মাসুদ, রুবেল, জুয়েল, সজিব শাহাজানের ঘরের দরজা ধাক্কা শুরু করলে শাহাজাহানের স্ত্রী দরজা খুলে দেন। দরজা খোলার সাথে সাথেই তারা সবাই এক সাথে ঘরে ঢুকে প্রথমে শাহাজাহানের স্ত্রীকে বেধড়ক মারধর করে পরে তার স্বামী মোঃ শাহজাহানকে দেশীয় অস্ত্র, ছুরি, লাঠিসোটা দিয়ে আঘাত করে রক্তাক্ত করে মারাত্মক আহত করে। এ সময় শাহাজাহানের ছেলে ও স্ত্রী’র চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সোলেমানের ছেলেদের প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় এলাকার সব লোকজন এগিয়ে আসলে হত্যাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। আহত শাহাজানকে এলাকাবাসীরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ সময় প্রতিবেশীরা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা নেয়।

এলাকাবাসীরা জানান, শাহজাহান মিয়া ও সোলেমান মিয়ার মধ্যে দীর্ঘদিন বাড়ির সীমানা সংক্রান্ত জটিলতা বিরাজ করছিলো যা নিয়ে আগামী শুক্রবার(১৯ মার্চ) স্থানীয় শালিশ বৈঠক হওয়ার কথা ছিলো”। স্থানীয়রা আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন আটক করে থানায় নিয়ে গেছে।

এ ঘটনায় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আর পড়তে পারেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি