শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পেটে ১৫০০ ইয়াবা পাচারকালে পাচাকারীসহ ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৩.২০২১

ডেস্ক রিপোর্টঃ

গাড়ির হেলপার আবির হোসেন (২৩)-এর মূল পেশা টাকার বিনিময়ে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ইয়াবার চালান বহন করা। ইয়াবা চালানকালেই র‌্যাব-৪ এর হাতে গ্রেফতার।

কক্সবাজারের টেকনাফ থেকে পেটের ভেতরে করে দেড় হাজার পিস ইয়াবা নিয়ে ফেরার পথে র‌্যাব-৪ মঙ্গলবার (৩০ মার্চ) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে তাকেসহ মূল ব্যবসায়ী আরিফ (৩০) কে আটক করেছে। র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার (এএসপি) উনু মং এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের ঐ কর্মকর্তা জানান, মানিকগঞ্জে হাসপাতালে এক্স-রে পরীক্ষায় আবিরের পেটের ভেতরে ৩০টি পলিথিনের মধ্যে দেড় হাজার পিস ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়। আটক দুই মাদক ব্যবসায়ীর বাড়ি দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে।

নাটুয়াবাড়ি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আবির হোসেন (২৩) এবং একই গ্রামের ফরহাদের ছেলে আরিফ হোসেন (৩০)। আবির পেটের ভেতরে করে ইয়াবার চালান নিয়ে মানিকগঞ্জে ফিরছিল। আর আরিফ ইয়াবা কেনায় অর্থ বিনিয়োগ করে। এদিকে র‌্যাবের কাছে আটক আবির স্বীকার করেছে তার পেটে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা রয়েছে।

র‌্যাব-৪ এর সূত্রে জানা গেছে, সোমবার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারের টেকনাফ থেকে আবির প্রায় দেড় হাজার পিস ইয়াবা গিলে খেয়ে পেটে করে মানিকগঞ্জের সাটুরিয়ার উদ্দেশ্যে একটি বাসে রওনা দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি