শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


হাতিরঝিলে দুর্ঘটনায় নয়; স্ত্রীর লাশ নিয়ে সাকিবুলের দিনভর নাটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর আমবাগান এলাকায় হাতিঝিলের দেয়াল ভেঙে ঢুকে পড়া প্রাইভেটকার থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঝিলিক আলম (২৩) নামে নিহত গৃহবধূর স্বামী সাকিব আলমকে (৩৮) আটক করেছে পুলিশ। গাড়িটি চলাচ্ছিলেন সাকিব নিজেই।

জানা গেছে, গতকাল শনিবার ( ৩ মার্চ) সকালে হাতিরঝিল এলাকার আমবাগানে প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে ফুটপাতে উঠে ভেঙে ফেলে সীমানা দেয়াল। পরে ওই গাড়ির পেছনের সিটে শুয়ে থাকা অবস্থায় ঝিলিক আলমকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ওই নারীর মৃত্যু সড়ক দুর্ঘটনায় নয়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে সেখানকার পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই নারীর পা, মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বালিশচাপা দিয়ে হত্যা করা হলে যে ধরনের লক্ষণ দেখা যায়, লাশের মধ্যে সে ধরনের লক্ষণ আছে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিবকে ঢামেক হাসপাতাল থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

সাকিব আলম অবশ্য বলছেন, স্ত্রী ঝিলিক আলম অসুস্থ থাকায় তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন সাকিব। পথে হাতিরঝিল আমবাগান এলাকায় আইল্যান্ডের সঙ্গে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে তিনি ডান হাতে সামান্য আঘাত পান এবং তার স্ত্রী গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ঝিলিককে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, ‘আটক সাকিব আলমের দাবি, তিনি তার স্ত্রীকে ডাক্তার দেখাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা দুজনই আহত হন। পরে ঝিলিককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর সাকিব ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন জানান, ঘটনাটি রহস্যজনক। তিনি জানতে পেরেছেন, গুলশান থেকে মৃত অবস্থায়ই ঝিলিককে হাসপাতালে নেওয়া হচ্ছিল। সাকিব ঘটনাটি আড়াল করছেন। বিষয়টি গুলশান থানার ওসিকে জানানো হয়েছে। তদন্ত করে ওই থানা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের তদন্তেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি