বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মেয়াদ বাড়লো চলমান লকডাউনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

চলমান লকডাউন রোববার শেষ হওয়ার কথা থাকলেও ১৪ এপ্রিল থেকে ‘কঠোর’ ও ‘সর্বাত্মক’ লকডাউন শুরুর আগ পর্যন্ত তা বহাল থাকবে। আজ রবিবার (১১ এপ্রিল) নিজ বাসভবনে থেকে ​নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বুধবার থেকে দেশজুড়ে ‘কঠোর’ ও সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাহলে সোম ও মঙ্গলবার কী হবে, জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ‘প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।

এর আগে, করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এরপর বুধবার (৭ এপ্রিল) থেকে সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত দেয় সরকার।শুক্রবার (৯ এপ্রিল) থেকে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলা রাখা জন্য বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি