বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » হেফাজতের কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদী ৭ দিনের রিমান্ডে


হেফাজতের কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদী ৭ দিনের রিমান্ডে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলের মুখপাত্র আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতে ইসলামের শীর্ষপর্যায়ের কোনো নেতার গ্রেপ্তার হওয়ার ঘটনা এটাই প্রথম।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

সোমবার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ডের এই আদেশ দেন। এর আগে দুপুরে ইসলামাবাদীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সময়ের আবেদন করে পুলিশ। এরপর আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, গতকাল হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।

তবে গতকাল রাত থেকে চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা আজিজুল হক ইসলামাবাদীকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে আসছিলো তার পরিবার। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

পরে আজ সোমবার দুপুরে আজিজুল হকের ছোটভাই ফয়েজুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তার খোঁজ মিলেছে বলে জানান। ফয়েজুল লিখেন, ‘বড়ভাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সন্ধান পাওয়া গিয়েছে। তিনি ঢাকা ডিবি অফিসে আছেন, সুস্থ আছেন। উদ্বিগ্ন না হয়ে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি