শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ২৭


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয়- ইরাকের রাজধানী বাগদাদে এমন এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ রোগী মারা গেছেন। এ সময় ঘটনাস্থল ইবনে খতিব হাসপাতালে শনিবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লোকজনকে প্রাণপণ চেষ্টা করতে দেখা যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। তাৎক্ষণিকভাবে এ দৃশ্য সরাসরি প্রচার করতে থাকে আল জাজিরা টেলিভিশন। অনলাইন বিবিসি বলছে, প্রাথমিকভাবে বলা হয়েছে, একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের সূচনা। এতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো হাসপাতাল একটি অগ্নিগোলকের রূপ ধারণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অগ্নিনির্বাপণকারীরা আগুন নিয়ন্ত্রণের জন্য প্রাণপণ চেষ্টা করছেন।

অন্যদিকে হাসপাতালের ভিতরে থাকা সক্ষম মানুষগুলো দৌড়ে নিচে নেমে আসছিলেন। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি এ ঘটনাকে বিয়োগান্তক এক দুর্ঘটনা বলে আখ্যায়িত করে তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। ওদিকে ইরাকের বেসামরিক নিরাপত্তা বিষয়ক প্রধান মেজর জেনারেল কাদিম বোহান রাষ্ট্রীয় মিডিয়ায় বলেছেন, হাসপাতালটির আইসিইউ থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই হাসপাপতালের ১২০ জন রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে মাত্র ৯০ জনকে উদ্ধার করতে পেরেছেন ইমার্জেন্সির লোকজন।

ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কমপক্ষে ৩০ জন রোগী। তাদের অবস্থা খুবই শোচনীয় ছিল। আহত ব্যক্তিদের এবং রোগী- যারা আহত হননি তাদেরকে এম্বুলেন্সে করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেসামরিক নিরাপত্তা বিভাগ থেকে বলা হয়েছে, আজ রোববার সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ ঘটনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি তুলেছেন বাগদাদ গভর্নর মোহাম্মদ জাবের। তিনিও জরুরি ভিত্তিতে এর তদন্ত করার নির্দেশ দিয়েছেন। বলেছেন, কারো দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটলে তাকে বিচারের আওতায় আনা হবে। অন্যদিকে সরকারের মানবাধিকার বিষয়ক কমিশন বলেছে, করোনায় আক্রান্ত রোগীদের বিরুদ্ধে এটা একটা ক্রাইম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি