শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এগারো দিনে ২০,০৩৯ কারাবন্দির জামিনে মুক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০২১


ডেস্ক রিপোর্টঃ

করোনা পরিস্থিতিতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে ১১ কার্যদিবসে সারা দেশে ২০ হাজার ৩৯ জন কারাবন্দিকে জামিনে মুক্তি দিয়েছেন নিম্ন আদালত। এর মধ্যে শিশু রয়েছে ২৪৬ জন।

বুধবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভার্চ্যুয়াল আদালত শুরু হওয়ার পর ১১ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩৬ হাজার ২৪০টি মামলায় ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে মোট ২০ হাজার ৩৯ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ২৪৬ জন। তবে গতকাল ২৮শে এপ্রিল সারা দেশে অধস্তন আদালতে ভার্চ্যুয়াল শুনানিতে ২৭২৮টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১৩৯৫ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

এর আগে গত ১২ই এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ই এপ্রিল ৩ হাজার ২৫৯ জন, ১৫ই এপ্রিল ২ হাজার ৩৬০ জন, ১৮ই এপ্রিল ১ হাজার ৮৪২ জন, ১৯শে এপ্রিল ১ হাজার ৬৩৫ জন, ২০শে এপ্রিল ১ হাজার ৫৭৬ জন, ২১শে এপ্রিল ১ হাজার ৩৪৯ জন, ২২শে এপ্রিল ১ হাজার ৫৯২ জন, ২৫শে এপ্রিল ১ হাজার ৮৩৯ জন, ২৬শে এপ্রিল ১ হাজার ৫৯৩ জন জামিনে মুক্ত হন।

উল্লেখ্য, গত ১২ই এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি