শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনা বিধি লঙ্ঘন করায় বলিউড অভিনেতা গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০২১


বিনোদন ডেস্কঃ

করোনা বিধি লঙ্ঘন করে শুটিং করার অভিযোগে আটক হয়েছেন বলিউড অভিনেতা জিমি শেরগিল। ওয়েব সিরিজের শুটিং করছিলেন জিমি। তার সঙ্গেই আটক করা হয়েছে ইউনিটের ৩৫ জন সদস্যকে। পরে সিরিজের পরিচালক ঈশ্বর নিবাসকেও গ্রেপ্তার করা হয়। এটি লুধিয়ানার আর্য সেকেন্ডারি স্কুলের ঘটনা।

ওই এলাকাতে কোভিড সংক্রমণের জন্য নাইট কারফিউ জারি করা হয়েছিল। সেই অনুযায়ী সন্ধ্যা ছয়’টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত শুটিং করার অনুমতি ছিল না।

অভিযোগ, নিয়ম লঙ্ঘন করেও ছয়টার পর ‘ইওর অনার’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং চালিয়ে যাচ্ছিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ঈশ্বর নিবাস। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশের একটি দল। সেখানে তখন কোর্টরুমের একটি দৃশ্য চলছিল।

সাব ইন্সপেক্টর হরজিৎ সিং জানান, অনেক মানুষের উপস্থিতিতে লুধিয়ানার আর্য সিনিয়র সেকেন্ডারি স্কুলে শুট চলছিল। শুটিং বন্ধ করে জিমি শেরগিল-সহ ৩৫ ইউনিট মেম্বারকে আটক করে পুলিশ। সকলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। করোনাবিধি ভাঙার অভিযোগে পরিচালক নিবাস এবং তার টিমের দুই সদস্য আকাশদীপ সিং, মনদীপ সিংকে গ্রেপ্তারও করে লুধিয়ানা পুলিশ। পরে জামিনে মুক্তি দেওয়া হয় তিনজনকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি