বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ফুটপাতে পাওয়া সেই নবজাতকের দায়িত্ব পেল পুলিশ দম্পতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ের ফুটপাত থেকে শুক্রবার (২৩ এপ্রিল) মধ্যরাতে সদ্যপ্রসূত কন্যা সন্তানকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়।

এরপর শিশুটিকে দত্তক নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আদালতে আবেদন জমা পড়তে থাকে। নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি আবেদন করেন চট্টগ্রাম নগরের এক পুলিশ কর্মকর্তাও।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম নারী শিশু ট্রাইব্যুনালের (৫ম আদালত) বিচারক ওসমান গনির আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত করোনা পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিবেচনা করে চট্টগ্রাম নগরে কর্মরত ওই পুলিশ কর্মকর্তার পরিবারে শিশুটিকে প্রদানের আদেশ দেন। একইসঙ্গে জুড়ে দেয়া হয় ২০ লাখ টাকার বন্ড ও কয়েকটি শর্ত।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর মাহমুদ বলেন, ‘আদালত শিশুটিকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) কামরুল হুদা ও ফারহানা দম্পতির নিকট হস্তান্তরের আদেশ দেন। আমরা শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে তাদের পরিবারে তুলে দিয়েছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি