শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় কেমিকেলযুক্ত এক মেট্রিক টন আম ট্রাকের চাকায় পিষ্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় কেমিকেল ব্যবহার করে কাঁচা আম পাকিয়ে বাজারজাত করার দায়ে এক মেট্রিক টন আম জনসম্মুখে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০১ মে) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেশের সর্ব বৃহত্তম পাইকারি তরকারির বাজার নিমসার বাজার থেকে এসব আম জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার।

মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার বিকেলে নিমসার বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপরিপক্ক আমে কেমিকেল ব্যবহার করে পাকিয়ে বিক্রির দায়ে এক মেট্রিক টন আম জব্দ করা হয়। পরে এসব আম জনসম্মুখে ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি