শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আবারও চলমান লকডাউন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

করোনার সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আগামী ১৬ই মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বুধবার (০৫ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধিনিষেধের সময়সীমা ৫ই মে থেকে আগামী ১৬ই মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচরাীগণ ঈদেও ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করবেন।
শপিং মল ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে আগামী ৫ই মের পর থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। ট্রেন ও লঞ্চ চলাচল পূর্বের মতো বন্ধ থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি