শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


খাল খননে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

বাহুবলে খাল খননে অনিয়মের প্রতিবাদ করায় বেনজীর আহমেদ শাওন নামে এক স্কুলশিক্ষকের ওপর হামলা হয়েছে।

মঙ্গলবার (০৪ মে) সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।

হামলার শিকার শাওন উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের হাবিবুর রহমান মাস্টারের পুত্র ও ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় কাজল মিয়া নামের আরো একজনও আহত হয়েছেন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার মিরপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া যোজনাল খাল খননে প্রায় সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। দরপত্রের মাধ্যমে কাজের দায়িত্ব পায় ‘মেসার্স আবুল কালাম আজাদ’ ও ‘মেসার্স অমিত সিং’- নামের দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান। খাল খননের প্রকল্পটির একটি অংশ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে রয়েছে। গত কিছুদিন ধরে ওই গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া যোজনাল খালের অংশটিতে খনন কার্যক্রম চলছিল।

কিন্তু খালের কিছু অংশে দুলাল মিয়া, আওয়াল মিয়া গংরা বাড়ি নির্মাণ করে রেখেছেন, যা খাল পর্যন্ত বিস্তৃত। ফলে ওই ব্যক্তির বাড়ির কিছু অংশ ও সরকারি প্রজেক্টের আওতায় খননের অংশে পড়ে যায়। কিন্তু দুলাল মিয়া গংরা কন্ট্রাক্টরকে ম্যানেজ করে নিজেদের বাড়ি বাঁচানোর জন্য গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তাসহ খাল খনন শুরু করে। এ নিয়ে গ্রামবাসী তাদের রাস্তা বাঁচানোর জন্য প্রশাসন বরাবর লিখিত অভিযোগও প্রদান করে।

গ্রামবাসীর স্বার্থে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেন ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজীর আহমেদ শাওন। এদিকে খাল খননে অনিয়মের বিষয়টি নিয়ে একাধিক অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে দুলাল মিয়া গংরা। তারা প্রতিবাদকারীদেরকে শায়েস্তা করতে উঠে পড়ে লাগেন। এরই এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় বেনজীর আহমেদ শাওন ও তার চাচা কাজল মিয়ার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে বেনজীর আহমেদ ও কালজ মিয়া গুরুতর আহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি