বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


খিলির ভেতর ইয়াবা, পানের দোকানের আড়ালে সাজুর ইয়াবা ব্যবসা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট রেল ক্রসিংয়ে পান সিগারেটের দোকান আছে সাজু মিয়ার। যদিও দীর্ঘদিন এখানে পান সিগারেটের আড়ালে ইয়াবা বেচেন তিনি। বিশেষ করে পানের খিলির ভেতরে করে এই মরণঘাতী ট্যাবলেট পৌঁছে দেন খদ্দেরদের কাছে। তবে শেষ পর্যন্ত ডবলমুরিং থানার পুলিশের হাতে ধরা পড়তে হলো খুচরা ইয়াবা ব্যবসায়ীকে।

বৃহস্পতিবার (০৬ মে) রাতে নগরীর ডবলমুরিং থানার পুলিশ এই ‘পান সিগারেট’ দোকান থেকে সাজু মিয়াকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

আটক সাজু মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ভেলারগঞ্জ এলাকার পশ্চিম বাছহাটি গ্রামের মৃত শামসুল হকের পুত্র। তবে সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা আছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

ঘটনার বিষয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাট ২নং রেল ক্রসিংয়ের সিগন্যাল বাঁশকল- এর পশ্চিম পাশে সাজুর পানের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে পানের দোকানের আড়ালেই ইয়াবা ব্যবসা করে। সে মূলত খুচরা বিক্রেতা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি