ভোররাতে রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল দমকা বাতাসও। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। এখনও আকাশ মেঘলা। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ৪০-৫০ কিলোমিটার।
মঙ্গলবার (১১ মে) সকাল পৌনে ১০টার দিকে আরেক পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভরই সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ভোর সাতে যে বৃষ্টি হয়েছে তা এই বছরের ঢাকার সর্বোচ্চ বৃষ্টি, ২৪ মিলিমিটার। আজ সারাদিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৫.৩, ময়মনসিংহে ৩২.৩, চট্টগ্রামে ৩২.৫, সিলেটে ৩৪.৬ , রংপুরে ৩১.৭, খুলনায় ৩৪.৮ এবং বরিশালে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।