শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


লকডাউনের আওতামুক্ত দোকানপাট ও বিপণিবিতান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।

রোববার (১৬ মে) প্রকাশ করা ওই প্রজ্ঞাপনে দোকানপাট ও বিপণিবিতান খোলা থাকবে কি না, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ফলে সবার মধ্যেই একধরনের সংশয় তৈরি হয়েছে।

তবে, সরকারের দেওয়া নতুন প্রজ্ঞাপনে বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয়েছে দোকানপাট ও বিপণিবিতানগুলোকে। সে কারণে রাজধানীর কিছু কিছু ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। আবার ঈদের কারণে এখনো বন্ধও আছে অনেক দোকান ও বিপণিবিতান।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও মার্কেট খোলা যাবে। ’

রোববার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে প্রজ্ঞাপনে আরও দুই শর্তাবলি সংযুক্ত করা হয়। শর্তগুলো হচ্ছে-

১. সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সকল দপ্তর/সংস্থাসমূহ জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে।

২. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁসমূহ কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (Takeaway/Online) করতে পারবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি