শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের মাটি থেকে ৪ মর্টারশেল উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের কেনা মাটিতে মর্টারশেল পেয়েছেন এক ক্রেতা। কেনা মাটি দিয়ে জমি ভরাট করার সময় মর্টারশেলগুলো দেখতে পান নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার বাসিন্দা মুংলা নামের ওই ব্যক্তি।

জমির মালিক মুংলা জানান, এগারশ টাকা দরে ৪০ ট্রাক মাটি কেনেন তিনি। কেনার পর এক মাস জমিতে ফেলে রাখা হয় সে মাটি।

বৃহস্পতিবার (২০ মে) বিকেলে বড় গাড়ি দিয়ে মাটি সমান করার সময় এক-দুইটি করে মোট চারটি মর্টারশেল পাওয়া যায়।

তিনি জানান, ছোট এক বাচ্চা কাদামাটি মনে করে প্রথমে বাড়ি নিয়ে যেতে চাইছিল। পরে পানিতে ধুয়ে দেখা যায় সেটি বোম। পরে এক এক করে চারটি পাওয়া যায়। পুলিশে খবর দেয়া হলে তারা জায়গাটি ঘিরে রেখেছে।

মাটিগুলো কোথা থেকে এসেছে এমন প্রশ্নে তিনি বলেন. এগুলো বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকার মাটি।

বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান বলেন, উদ্ধার হওয়া মর্টারশেলগুলো পুলিশ প্রহরায় রাখা হয়েছে। বগুড়া থেকে সেনাবাহিনীর বোম্ব ডিজপোজাল টিম এগুলো নিস্ক্রিয় করবে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শুক্রবার না হলেও শনিবার শেলগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি