বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এক আমলে রিজিক বৃদ্ধি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সুখ-সফলতা আল্লাহর দান। শুধু মাত্র তিনিই দূর করতে পারেন মানুষের দুঃখ-কষ্ট ও অভাব-অনটন। তাই আল্লাহর কাছেই দু’হাত তুলে চাইতে হবে। জীবনে সচ্ছলতা আনতে কোরআন-হাদিসের বাতলানো আমলগুলো জীবনে কল্যাণ বয়ে আনবে।

আসুন জেনে নেই কোরআন-হাদিসের আলোকে রিজিক বৃদ্ধির আমল-

আরবি উচ্চারণ: اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ

বাংলা উচ্চারণ: আল্লাহু লাতীফুম্ বি-ইবাদিহি ইয়ারজুকু মাইয়্যাশায়ু, ওয়া হুয়াল কাভিয়্যুল আজিজ।

অর্থ: আল্লাহতালা নিজের বান্দাদের প্রতি মেহেরবান। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী। (সূরা আশ-শুরা: ১৯)

আমল: যে ব্যক্তি প্রতিদিন সকালে নিয়ম করে, একনিষ্ঠতার সঙ্গে ৭০ বার এ আয়াত পড়বে, সে সর্বদা রিজিকের সঙ্কট থেকে হেফাজতে থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি