শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় যুবলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৬.২০২১

মো: আলাউদ্দিন /বি এম মহিউদ্দিন মন্টি :

বুধবার (২ জুন) সকালে কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্পাইডার রেষ্টুরেন্টের সামনে কুমিল্লা মহানগর যুবলীগ নেতা বলরামপুর এলাকার মৃত মনির হোসেনের ছেলে পিচ্ছি জালালের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে অভিযোগ কারি রুবি বলেন গত ৩০ মে আনুমানিক ১১.০০ ঘটিকার সময় সফিকুর রহমানের বাড়ি নির্মাণ সামগ্রী দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী পিচ্চি জালাল জোর পূর্বক রড়,সিমেন্ট দিতে গেলে মেসার্স মাসফি ট্রেডার্সের মালিক মনির হোসেন ও মামুন তাকে জিজ্ঞেস করলে সে ১০-১২জন সন্ত্রাসী নিয়ে হত্যার উদ্দেশ্যে সেনি দিয়ে মনিরকে কূপিয়ে গুরুতর যখম করে। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসি সন্ত্রাসীদের ধাওয়া করে এবং আহতদের চিকিৎসার জন্য পাঠায়।

তারা আরো বলেন সন্ত্রাসী পিচ্চি জালালের সন্ত্রাসী কার্যকলাপে আশ-পাশের ৬-৭ গ্রামের লোকজনকে জিম্মি করে রেখেছে এবং যাহারাই নতুন বাড়ি ঘর করবে তার থেকেই রড়,সিমেন্ট, ইট,বালি ইত্যাদি মালামাল উচ্চ মূল্য দিয়ে কিনতে হবে না হয় সে নিজে ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে শারীরিকভাবে লান্ঞিত করে।

বলরামপুর এলাকার শাহলম স্বীকার হয় পিচ্চি জালালের সন্ত্রাসী হামলার তিনি বলেন আমার উপরেও হামলা চালিয়েছে পিচ্চি জালাল।
গত কয়েকদিন পূর্বে জয়পুর এলাকার মুক্তার হোসেনও পিচ্চি জালাল থেকে মালামাল না কিনায় হামলার স্বীকার হোন যা স্বীকারোক্তি দেন তার স্ত্রী স্বপ্না আক্তার।

গায়ের দামের চেয়েও বেশি মূল্য দিয়ে মালামাল না কিনলে পিস্তল ধরে জোড় পূর্বক মালামাল কিনতে বাধ্য করে। পিচ্চি জালালের গত ২ মাস পূর্বে এমনিই ঘটনার স্বীকার হোন জয়পুর গ্রামের বায়জিদ হোসেন স্ত্রী মুন্নী আক্তার।

মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ি মোঃ জহিরুল আলম খান রতন,মুশফিকুর রহমান মুকুল, জসীম মোঃ রতন,আশিকুর রহমান শিমুল ও মামলার বাদী রুবি আক্তারসহ এলাকাবাসী।

উল্লেখ্য যে গত ৩০ মে মনিরের উপর হামলার ঘটনায় সন্ত্রাসী পিচ্চি জালাল ও তার সাথে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় রুবি আক্তার একটি অভিযোগ দায়ের করেন এবং পরিশেষে প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে পিচ্চি জালালসহ অভিযুক্ত ব্যক্তিদেরকে গ্রেফতাদের দাবি জানান মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে অভিযোগকারিরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি