শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০২১


ডেস্ক রিপোর্টঃ

লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণে আকাশে ভারী মেঘের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (৩ জুন) আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের মিশ্রণে আকাশে মেঘমালার সৃষ্টি হয়েছে। এ কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলের দিকে ভারী বৃষ্টি শঙ্কা রয়েছে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার হয়ে আসাম অতিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ ঢাকায় ৩৪, ময়মনসিংহে ৩৪ দশমিক ২, চট্টগ্রামে ৩২, সিলেটে ৩২ দশমিক ৪, রাজশাহীতে ৩৪ দশমিক ৪, রংপুরে ৩৪ দশমিক ১, খুলনায় ৩৪ এবং বরিশালে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি