বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকারি ঘর ইউপি মেম্বারের বাড়িতে , দুস্থরা থাকে ঝুপড়ি ঘরে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০২১

ডেস্ক রিপোর্টঃ

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুর্যোগসহনীয় বাসগৃহ নির্মাণের প্রকল্পের অধীনে ২০১৯-২০২০ অর্থবছরে পাকা ঘর পেয়েছেন নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেরাকুটি গ্রামের বর্তমান ইউপি মেম্বার জাহাঙ্গীর মিয়া। অথচ তারই এলাকার প্রকৃত গৃহহীনরা এখনো বসবাস করছেন ঝুপড়ি ঘরে।

ইউপি মেম্বার জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখা যায়, কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগসহনীয় বাসগৃহ পাকা ঘর রয়েছে তার। এই বাড়ির পাশেই রয়েছেন অসহায়, দুস্থ, গৃহহীন স্বামীহারা অনেক নারী। কিন্তু তাদের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কোনো ঘর। ওই মেম্বারের স্ত্রী মেহেরুন্নেছা বলেন, আমরা সরকারি পাকা ঘর পেয়েছি। ঘর পেয়ে আমরা অনেক খুশি।

একই এলাকার বাসিন্দা আলহাজ আজিজার রহমান ও নসিম উদ্দিন জানান, মেম্বার জাহাঙ্গীর ৭-৮ বিঘা জমির মালিক। তিনি কেন সরকারি ঘর পেলেন। প্রকৃত যারা সরকারি ঘর পাওয়ার যোগ্য, তাদের না দিয়ে মেম্বার নিজেই বরাদ্দ নিয়েছেন ঘর।

মেম্বারের বাড়ির আরেক প্রতিবেশী হযরতপাড়ার বিধবা রশিদা বেগমও রাস্তার পাশে ঝুপড়ি ঘরে বসবাস করেন। তিনি অভিযোগ করেন, আমার স্বামী নেই। তার পরও ইউনিয়ন পরিষদ থেকে কোনো সহযোগিতা পাই না। অন্যের বাড়িতে কাজ করে দুমুঠো ভাত জোগাড় করি। আমার থাকার ঘর নেই। ঝুপড়ি ঘরে থাকি, আর মেম্বার সরকারি ঘরে থাকে।

এ নিয়ে মেম্বার জাহাঙ্গীরের সঙ্গে কথা হলে তিনি বলেন, এই ঘর তো আমার বাড়িতে থাকার কথা নয়, এই ঘর পাবেন এলাকার অসহায় দুস্থ গৃহহীন মানুষ। আমার কোনো দোষ নেই। চেয়ারম্যান গোলাম মোস্তফা ও ইউএনও স্যার আমাকে বরাদ্দ দিয়েছেন। তাই আমি এই ঘরে আমার বাবা-মাকে নিয়ে বসবাস করছি।

চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, মেম্বার আবেদন করছেন বলে ঘর পেয়েছে। তবে আসলেই প্রকৃত দুস্থ ও অসহায় গৃহহীনদের ঘর পাওয়ার কথ বলে স্বীকার করেন তিনি। তার মতে, মেম্বারের ঘরটি পাওয়া ঠিক হয়নি। এ বিষয়ে ইউএনও এলিনা আক্তার বলেন, বিষয়টি আমি দেখব। দেখে যা করা যায় করব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি