বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘ফুসফুস ও কিডনি জটিলতায় বার বার জ্বরে আক্রান্ত হচ্ছেন খালেদা জিয়া’


‘ফুসফুস ও কিডনি জটিলতায় বার বার জ্বরে আক্রান্ত হচ্ছেন খালেদা জিয়া’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কিডনি ঠিকভাবে কাজ করছেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুন) বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, চিকিৎসকদের কাছ থেকে যতটুকু জেনেছি তার (খালেদা জিয়া) হার্টের সমস্যা আছে, সেই সমস্যা না গেলে তার লাংয়ে যেভাবে পানি এসে যায় সেটা বন্ধ হবে না। যেটা তারা (চিকিৎসক) মনে করছেন যে, কিডনি ইজ নট ফ্যাংশনিং পোপারলি। তার লিভারও ঠিকভাবে কাজ করছে না। যে কারণে জ্বর চলে গেলে আবারও তার জ্বর আসছে। গতকাল তার জ্বর এসেছিলো।

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। যেটা বার বার করে তারা বলছেন যে, আমাদের হাসপাতালগুলো ইকুপ্ট না। তাকে এডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা করানো উচিত।

এ সময় ওবায়দুল কাদেরের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে তাদেরকে বেগম খালেদা জিয়ার জন্মদিন বিষয়ে কথা বলতে হয়। বিএনপি সম্পর্কে বলতে হয়। এভারকেয়ার হাসপাতালের যে কাগজ আদালতে দেয়া হয়েছে, সেটি ফলস কাগজ। আর যিনি রিট করেছেন, তিনি তো এই ঘটনায় ক্ষতিগ্রস্ত না। দেশে রাজনীতি নেই। রাজনীতি না থাকলে এগুলো ঘটে। জনগণের দৃষ্টি ভিন্নদিকে নিতে এসব ঘটনায় আশ্রয় নিতে হয়।

তিনি আরও বলেন, তথ্যমন্ত্রীর কথা শুনে মনে হয়, তারাই একমাত্র দেশপ্রেমী। আর আমরা দেশদ্রোহী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি