শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


২৪ ঘণ্টায় সারাদেশে মৃত্যু ৫০, শনাক্ত ৩,৩১৯


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০২১

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ২০ জন নারী। সরকারি হাসপাতালে ৪৫ জন, বেসরকারি হাসপাতালে ৩ জন মারা যান। একজনকে হাসপাতালে আনার পথে এবং একজন বাসায় মারা গেছেন। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২২২ জনে।

এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩১৯ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জনে।

মঙ্গলবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ১ এক ভাবে এ তথ্য জানানো হয়।

বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৪৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭১ হাজার ৭৩। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৩ শতাংশ। এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৫০ জনের মধ্যে বিশোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ৯ জন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৬ জন রয়েছেন।

এদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে ১৫ জন, খুলনায় ১৫ জন, বরিশালে ১ জন, সিলেট বিভাগের ৩ জন, রংপুর ১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম ১ জনের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি