বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে এমপি শাহজাদা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০২১

ডেস্ক রিপোর্টঃ

সরকারি দলের সাংসদ এস এম শাহজাদা জাতীয় সংসদে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজ এলাকার মানুষের দাবির কথা তুলে ধরেছেন। আজ বুধবার (১৬ জুন) পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এভাবে দাবির কথা জানান।

প্রতিবছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জাতীয় সংসদে ব্যতিক্রমীভাবে তুলে ধরেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের এই সাংসদ। এ সময় উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বক্তব্য দেন।

এস এম শাহজাদা বলেন, ‘সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর আমি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলাম। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সাংসদকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান।’

এর আগে বক্তব্যে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন এমপি শাহজাদা। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে উপকূলের বহু স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়। তা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি